হিমালয় হয়ে বঙ্গোপসাগর পদ্মা মেঘনা যমুনা হয়ে
 আমি এসেছি  ঝিনাই নদীর তীরে আমার ছোট্ট গ্রাম ঘুনিপাড়াতে
 প্রেমময়ী চাঁদ তারা সেখানে হাসে
 উজ্জ্বল আলো কবিতার ছন্দের মত।
 সেথায় বয় বিহীন বিহগ কুসুম  বিশালয়
 প্রেমে যেন পবিত্র তীর্থ করে।
 আমাকেও অকৃত্তিম দিতে থাকে
 সে যেন হাজার বছর ধরে।

 দিগন্ত রেখার মাঝে সাগরের বিশাল জলরাশি
 এই রঙিন আকাশ সেথায় মিশে যায়।
 বিদায়ী দিবাকর যেখানে নিত্য মিশে যায়
 পরিবারকে নিয়ে বেঁচে আছি এই গ্রামের বুকে।
 আমার এই গ্রামে জোসনা  ছাড়াতে
 কি অপরূপ মায়াময় লীলায়
 হাতছানি দিয়ে ডাকে আয় তোরা আয়।
 ঝিনাই নদীর তীরে কুমড়ী বিলে পাশে
আছে, আমার এই ছোট্ট গ্রাম ঘুনিপাড়া
 বিহঙ্গের মধুর কাকলি যে, এই নদীর তীরে
 মন যেন কাকে ভালোবাসে হৃদয় চিরে।

 শতবার টেনে নেয় আমাকে,
কোন এক ছলনাময়ী রূপবতী নারীর মতো
 মনে পড়ে সেই প্রিয়তমাকে,  হৃদয়ে জাগে
 কত বিরহ কত কথা কত সুখের সৃষ্টি কাঁথা।
 কাকে যেন খুঁজে পেতে চায়, এই মন
 ঝিনাই নদীর তীর বেয়ে কুমড়ী বিলের পাশে
 মনে হয়। আমার যেন জন্ম-জন্মান্তরের প্রেম
 কুমড়ী বিলের পাশে ঘুনিপাড়া গ্রামকে ঘিরে।