এইতো কিছুদিন আগের কথা
তুমি পাশে দাঁড়িয়ে
তোমার সেই স্মৃতিগুলো আজও
  রেখেছি যতন করে।


ঘুরেছি যে কত জায়গায়
তোমাকে নিয়ে
কাজল কালো কেশ তোমার
গিয়েছি হারিয়ে।


তোমাকে যত বার দেখি
হয়েছি ব্যাকুল
পাগল করা চাহনি তোমার
যেন ফুটন্ত ফুল।


বর্ষার পানি যেন থৈই থৈই
গ্রামের চতুর পাশে
কেটেছি কত সাঁতার বর্ষার জলে
ছিলে তুমি পাশে বসে।


বলেছি যে কত কথা
বর্ষার জলে
গ্রামের নানা পুথি কথা
বলি দুজন মিলে।


রাস্তাঘাট শুকনো ছিল
হত কত কথা
দূর দিগন্তে খালি মাঠ
ছিল না ব্যথা।