কিছু দিলে কিছু পাই
বড়ই চিরন্তন
কলি যুগে পায়না সম্মান
প্রকৃত গুণীজন।


সমাজে যে হচ্ছে অধঃপতন
বুঝবে তখন
রক্ষক যারা ভক্ষক হয়ে
যাবে যখন।


অকারনে মানুষ গুণীজনকে
করবে গালা গালি
চোরে-চোরে মামাতো ভাই
দেয় হাতে তালি।


রাতে যেন তারা মুখোশধারী
দিনে বড় গলা
জ্ঞানী লোকের মূল্য হবেনা
দেখাবে ষোলকলা।


গুণী বুঝে জ্ঞানের মূল্য    
সত্যের সমঝদাৱ
অযোগ্যদের দলে নেই গুণীরা
মূর্খরা সরদার।


সমস্যাৱ সমাধান পারে না দিতে
শুধু বুনে জাল
অথচ তারা ধরতে চায়
সমাধানের হাল।


আজব যুগে আজব খেলা  
গুণীৱ মুখে তালা
গুণীজন তুচ্ছ আজ কাকের
গলায় মুক্তোর মালা।


সত্যের দেশে শকুন থাকে
মিথ্যাৱ লুকিয়ে রাখে
মাকাল ফল দেখতে ভালো
সত্য কি আর ডাকে।


জ্ঞানের মূল্য পাবেনা যতদিন
প্রকৃত গুণীজন
এই জগতে হবে না ততদিন
প্রকৃতির উন্নয়ন।