কিছু দিলে কিছু পাই
বড়ই চিরন্তন
কলি যুগে পায়না সম্মান
প্রকৃত গুণীজন।
সমাজে যে হচ্ছে অধঃপতন
বুঝবে তখন
রক্ষক যারা ভক্ষক হয়ে
যাবে যখন।
অকারনে মানুষ গুণীজনকে
করবে গালা গালি
চোরে-চোরে মামাতো ভাই
দেয় হাতে তালি।
রাতে যেন তারা মুখোশধারী
দিনে বড় গলা
জ্ঞানী লোকের মূল্য হবেনা
দেখাবে ষোলকলা।
গুণী বুঝে জ্ঞানের মূল্য
সত্যের সমঝদাৱ
অযোগ্যদের দলে নেই গুণীরা
মূর্খরা সরদার।
সমস্যাৱ সমাধান পারে না দিতে
শুধু বুনে জাল
অথচ তারা ধরতে চায়
সমাধানের হাল।
আজব যুগে আজব খেলা
গুণীৱ মুখে তালা
গুণীজন তুচ্ছ আজ কাকের
গলায় মুক্তোর মালা।
সত্যের দেশে শকুন থাকে
মিথ্যাৱ লুকিয়ে রাখে
মাকাল ফল দেখতে ভালো
সত্য কি আর ডাকে।
জ্ঞানের মূল্য পাবেনা যতদিন
প্রকৃত গুণীজন
এই জগতে হবে না ততদিন
প্রকৃতির উন্নয়ন।
অনবদ্য অনুভবের ছোঁয়ায় অসাধারণ সুন্দর এক কবিতা।।এমন সুন্দর কবিতায় মুগ্ধ।।অনন্ত শুভেচ্ছা রইল প্রিয় কবি।। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।। নিরাপদ থাকুন।।
কলি যুগ প্রিয় কবি। এ যুগে এসব আশা না করাই শ্রেয়ঃ। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
ঠিক কবি । গুণিজন যতদিন মূল্য পাবে না ততদিন উন্নয়ন হবে না ।
একেবারে যথার্থ কাব্য কথন
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন।
কবি,মানবতাবাদী
গুনীর মুখে তালা
লাগল খুবই ভালা
ধন্যবাদ।
অসভ্যতা সংক্রামক, তাই মন্দলোক সংখ্যায় বাড়ছে।
কবিতার বিষয়বস্ত, সহজসুন্দর উপস্থাপন ভালো লেগেছে।
গুণীর মূল্য দিতেই হবে। ধন্যবাদ