মাটির মানুষ দেশের কৃষক এটা আমরা মানি।
দেশের মানুষের আহার যোগায় আমরা জানি।
ঘাম ঝরে তার রোদে পুড়ে,
গান গায় ভাটিয়ালি সুরে,
মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এমনি।
মাটির মানুষ দেশের কৃষক এটা আমরা মানি।
দেশের মানুষের আহার যোগায় আমরা জানি।
ঘাম ঝরে তার রোদে পুড়ে,
গান গায় ভাটিয়ালি সুরে,
মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এমনি।
এখানে এপর্যন্ত ১৪টি মন্তব্য এসেছে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.
মনোমুগ্ধকা লিখন। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
চ ম ৎ কা র-
ভালো লাগার সাথে সম্মানিত কবির জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রেখে গেলাম।
করোনা দুর্যোগে নিরাপদ থাকুন স্বপরিবারে।
চমৎকার অনুভবের ছোঁয়ায় অপূর্ব নিবেদন
শুভেচ্ছা ও শুভকামনা
ভালো থাকুন সবসময় প্রিয় কবি।
মানবতাবাদি সুন্দর লিমেরিক কবিতা।
শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
কবি,অল্পতে বেশ লাগল,ধন্যবাদ।
oder jonnoi aj amader sakole er mukhe anno ashe. lekhata bhalo hoyeche
চমৎকার মানবতাবাদী লিমেরিক কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।