জীবনে একটু শান্তির আশায়
দিয়েছি পারি পারাবার
সুখ পাখি দেয় না দেখতে
তাহার বাড়ি।


বুঝতে শিখেছি তখন থেকেই
চলেছি সুখ পাখিটার পিছে
দুঃখের পর্বত দাঁড়ালো সামনে
স্বপ্ন করেছে মিছে।


ঘুরে বেড়ালাম দেশ-দেশান্তরে
শুকাবে মনের ক্ষত
কাজের মাঝে পড়ে থাকি
তবুও অভাব শত।


দিনের রাতে কত পরিশ্রম
শুকিয়ে যায় মুখ
তবুও আজও ধরতে পারিনি
স্বপ্নের সেই সুখ।


দুঃখ আমার আপন ভাই
সুখের অনল মনে
সুখ আমার কপালে নেই
ভালোবাসা দুঃখের  সনে।