মানবতার সেবা
মোহাম্মদ বুলবুল হোসেন


হতাশা নয় সাহস দাও
দেশের মানুষের প্রাণে
তাদের তোমরা সেবা করো
তুমি মানবতার টানে।


ভয় কে তোমরা জয় করবে
করোনা ভাইরাসে
অসুস্থ আছেন যেসব মানুষ
থাকবে তাদের পাশে।


সতর্কতার সহিত কাজ করো
তোমার নিয়ম মতে
সেবার হাত  বারিয়ে দাও
মানুষ না থাকে ভয়েতে।


ভয় পেয়ো না করোনাভাইরাস কে
ভয় করো আল্লাহ কে
আল্লাহ করিতেছেন ঈমানের পরীক্ষা
শক্ত করো মনকে।


ধন সম্পদের মালিক যারা
এই সমাজের স্তরে
খাদ্য তোমরা দান কর
অসুস্থ মানুষের  ঘরে।


খাদ্য তোমরা গুদাম জাত
করছো কেন মজুদকারী
টাকার লোভে পাপের বোঝা
করছ তোমরা  ভারী।


দেশে যত লেখক লেখিকা
গাই মানবতার গান
মানুষের মনে আশা জাগায়
আমার আহ্বান।