দেখো বন্ধু এবারের বর্ষা
নয় যেমন তেমন
সব কিছু নতুন লাগে
মনটা করে কেমন।


পানি স্রোত খালে মধ্য
বিলে জমা জল
পুঁটি টেংরা নতুন রূপে
সাজে নতুন দল।


বিলের জলে সাঁতার কাটবো
মনের সুখে
নৌকা দিয়ে মাছ ধরবো
হাসি মুখে।


নতুন মাছ রান্না করলে
তৃপ্তি পাবে খাবারে
মাছ ধরতে ভারি মজা
যাবনা বাজারে।


নতুন পানিতে ভেসে যাব
থাকব সবার স্মৃতি
মনের আশা পূর্ণ হবে
গাইবে গীতি।