এ জগতে হায় মানুষের চাওয়ার শেষ নাই
করেছে কত,ব্যাংক ব্যালেন্স আরো বাড়ি গাড়ি।
তবু যেন আমাদের আহাকারের শেষ নাই
অনিশ্চিত জীবন জেনেও আমরা করছি বাড়ি গাড়ি।


দুই দিনের এই দুনিয়াতে,আজকে আছি কালকে নাই
তবে কেন করছি আমরা ক্ষমতার বড়াই।
গায়ের জোরে করছি কত অন্যায়,তার কোন শেষ নাই
মরার আগে মরে দেখো,করবে না ক্ষমতার বড়াই।


মৃত্যুর পর তোমাকে থাকতে হবে যেথায়
করেছ কি কামাই থাকবে তুমি যেথায়।
দিন থাকিতে করিতে হবে,আখেরাতের কামাই তোমায়
নয়তো কষ্ট ভোগ করতে হবে,যাবে তুমি যেথায়।