মামার বাড়ি মধুর হাড়ি
কথাটি জানে সকলে।
ছেলে বায়ন ধরে মায়ের কাছে
যেতে হবে মামার বাড়িতে।


মায়ের কাছে অমূল্য ধন
ছেলে বায়ন নাহি ফেলতে পারে।
মামার বাড়িতে মামার সাথে
ভাগ্নের প্রথম হলো দেখা।


মামা ভাগ্নেকে দেখে বাড়িতে খুশিতে আত্মহারা
মামা বলল চলো ভাগ্নে ঘুরে আসি দূর অজানাতে
যেমন ভাবা তেমন কাজ
মামা ভাগ্নির চললো ঘুরতে।


কিছুদূর যাইতে শোনে
মেলা হবে পাশের গ্রামে।
চলো মামা ঘুরে আসি
পাশের গ্রামের মেলা থেকে।


মেলাতে এসে দেখলো তারা
হরেক রকমের জিনিস আছে।
চলো মামা খেয়ে আসি গরম গরম জিলাপি
অনেক রকমের পিঠা আছে মেলা ভর্তি।


হইহুল্লোড় করে তারা
কাটিয়ে দিয়েছে দিন
মামা বলল চলো ভাগ্নে
চলে যায় আমাদের নীড়ে।