না বুঝে আমরা সবাই
দেই হাতে তালি
না ভেবে করি কাজ
আমরা বাঙালি।


বোঝার মত আছে আমাদের
শত রাস্তা
কুসংস্কারের প্রতি আমরা সবাই
রাখি আস্থা।


শিক্ষিত সমাজে ভাবনায় আজ
কেন এত খরা
রোগ বালায়ে কবিরাজের কাছে
নেই পানি পড়া।


খেয়াল  করলে থাকতে পারি
আমরা সাবধান
অন্যের কথা বিশ্বাস করে
বাড়িয়ে দেই কান।


ছেলে ধরা বলে কেউ
রটালে গুজব
না বুঝে চলে গণধোলাই
বলতে পারি আজব।


রমজান মাস সামনে আসলে
দরজায় নাড়ে কড়া
নিত্য পণ্যের দাম তখন
হয়ে যায় চড়া।


বন্ধের মধ্যে বাড়ি টিকেট
চাই তাড়াতাড়ি
শুরু করে দেই আমরা  
কালো বাজারি।


তাড়াহুড়া করে গাড়িতে উঠে
ছাদে করি গমন
নিত্য দিন দুর্ঘটনা ঘটে
করতে পারিনা দমন।


বাঙালি জাতির জ্ঞান-বুদ্ধির
নেই কোন অভাব
মূর্খের মতো আজ আমাদের
কেন এমন স্বভাব।