অতুল গহ্ববরে তলিয়ে যাচ্ছি আমি
দিন আর রাত্রি বেলা!
তীরে দাঁড়িয়ে দেখছো তুমি সকাল
দুপুর আর সন্ধ্যা বেলা।
কবিতার মাঝে বেঁচে আছি, লিখি
যখন কবিতার খাতায়।
পড়বে কি তুমি ! আমার ছোট বেলা,
হারিয়ে গেছি চোখের আড়ালে, নদী
পারাপার ঘাটে,
বার মাসে হৃদয়ের ঝড়ে ঘুরছে মোর
জীবন!
কথার মালা পুঞ্জিভুত মনে ঘুরছে
সারাক্ষন,
বাতায়নে বসে একলা ভাবি নিরালা
বৈঠা ছাড়া নৌকা যেমন তুমি ছাড়া
জীবন তেমন !
ছোট ভুলের শাস্তি বড়, ভবের ঘরে
তুমি একা।
কষ্টের জীবন, কষ্টের কথা বলা যায় না
যথা তথা, পথ চেয়ে আছি.......
পথের ধারে, তোমার অপেক্ষায়।