অনেক ক্ষণ খাতা কলম নিয়ে বসে আছি
কবিতা লিখব বলে...............!
কলমের পিছনের অংশ দাঁতে কামড় দিয়ে ধরা
কি লিখব কিছুই লিখবার মত মাথায় বা মনে আসছে না।


কাঁচের জানালার ফাঁক দিয়ে হিম বায়ু ঘরের ভিতরে আসছে
শীত নিবারনের জন্য নিজেকে গুটিয়ে রাখা ছাড়া কি করা  
কলম তো লেখার জন্য নিপের মাথায় অশ্রু ঝরছে
কি আর করার শেষ মেস খাতায় দাগ দেয়া শুরু করলাম !


লেখকগন কি ভেবে দেখেছেন ! দিন শ্রমিকের বর্তমান অবস্থা
কেউ তাদের কথা ভাবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত
প্রতিদিন কোন না কোন জিনিষ পত্রের দাম বেড়েই চলেছে
যাদের অবৈধ রোজগার আছে তাদের কোন সমস্যা নাই।


নিম্ন-মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের বড় কষ্ট কাউকে বলতে পারে না
এখন জীবন বাঁচানো বড় দায় হয়ে উঠেছে !
বাচ্চাদের লেখাপড়া পরিবারের খরচ তিন বেলা খাওয়ার খরচ
বর্তমান বেতনে কুলিয়ে উঠা একেবারে সম্ভব হচ্ছে না ।


একা যখন থাকি হাজারো প্রশ্ন মাথায় ঘোরাফেরা করে
সব চিন্তার কেন্দ্র বিন্দু অর্থের সাথে সম্পর্ক !
তাকিয়ে দেখি সরকারী ও বিরোধী দল সমাবেশ করছে  
কই ! তাদের তো অর্থের অভাব হয় না...............।