রাতের আঁধার কেটে ভোরের আলো ফোটার অপেক্ষায়
আকাশে তখনও তারকার মেলা জ্বল জ্বল করছে !ঘুমের
আড়মোড়া ভেঙ্গে প্রকৃতি যেন স্বরুপে ফিরছে, মৃদু-মন্দ
বাতাস, কোকিলের কুহু কুহু ডাক, মোরগের বাঁক, সাথে
হাজারো পশু-পাখির ডাকে যেন সুরের মুর্চ্ছনায় পরিবেশ
ভরে উঠেছে!


প্রেয়সী আমায় রেখে গেছে একা, নিয়ে গেছে মনের আবেগ,
বুকের ভিতর ভালবাসা টুকু অবশিষ্ট আছে, ছায়া হয়ে আসে
সুর্য উঠার আগে, অভিমানে কন্ঠে বলে উঠত ঘুমাও আরো
পরান জুড়ে, ভোরের প্রকৃতি দেখনা এ কেমন কবি তুমি!
তুমি কি জানো না ভোরের প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে সারা
দিনের প্রতিচ্ছবি!


সেই থেকে প্রহর গুনছি তুমি আসবে বলে, ডাগর চোখের বাঁকা
চাহনী মনের মাঝে ঘুরে। ভোরের প্রকৃতি বন্ধু আমার কথা বলি
বার বার, তোমার দেখানো পথের মাঝে আমি একলা পথিক,
দুর থেকে দেখছো বোধ হয়, আমি একেলা কি করি।