আমি এখনো আধুনিক সভ্যতার এক জন হয়ে
উঠতে পারিনি, রয়ে গেছি এনালোকে! আমি
ভালবাসতে চাই, মন খুলে, আবেগ, চাওয়া-
পাওয়ার রস হৃদয়ে অবগাহন করতে চাই।


আধুনিক সভ্যতার ফেস-বুক, ইমো, হুয়াটস-আ্যাপে,
কথপোকথন ভালবাসা নিবেদনে কোন প্রাণ নাই,
নাই কোন আবেগ, আছে শুধু যোগাযোগ, হৃদয়ের
কাঁপন, শিহরন, ভাবাবেগ দেখা যায় না বুঝা যায় না,
ভালবাসা নিভৃতে একাকী কাঁদে।


আমি সেকেলের খোলস থেকে বের হতে পারিনি
আমার প্রেমিকাকে জানালার ফাঁকে দেখা, দুর
থেকে তার মনের চাওয়াতে নিজেকে সমরপন
করা, হৃদয়ের তুফান, খুনসুটি কাছ থেকে অনুভব
করতে চাই।


ভালবাসার আবেগ গুলো সকাল দুপুর বিকাল আর
সন্ধ্যা বেলায় শুষে নিতে চাই, প্রযুক্তির ভিতর
আটকিয়ে কষ্ট পেতে চাই না। আমার ওয়ান টাইম
লাইভ, পৃথিবী থেকে বিদায় নিলে ফিরে আসার কোন
সুযোগ নাই।  


আমাকে সবাই ব্যাক-ডেডেট বলে কিট্টি করে, হাসি
মুখে গ্রহন করি, আমার ভালবাসায় কোন খাদ নেই,
অনেক টাকা পয়সা, বাড়ী-গাড়ীর স্বপ্ন নেই। আমার
শুধু আছে নিখাদ ভালবাসা যা নিংড়ে দিতে চাই
প্রেমিকাকে, কখনো, প্রযুক্তি যেন বাধা না হয়ে দাঁড়ায় !