আমি নিষ্ঠুর, প্রেম ভালবাসা বলে আমার
জীবনের ডায়রীতে কিছুই নেই!
আমি অন্যায় করতে পারি অবলীলায়,
অনুশোচনা, দুঃখের ধার ধারি না।


আমি নিমিষেই প্রকৃতির গাছ-পালা কেটে
ফাঁকা মাঠ করে দিতে পারি!
সমযের অপেক্ষা আমি করি না, দু’হাত দিয়ে
শুধু নিতে জানি, দেয়ার কথা ভুলেও না।


মনে মনে ভাবি আকাশের মেঘ যদি আমার
নিয়ন্ত্রনে থাকত, বাতাস যদি কথা শুনতো,
সুর্যকে যদি ইশারায় নড়ানো যেত, চাঁদ
আমাকে ভয় পেত, রাত আর দিন যদি হাতের
মুঠোই থাকত! তবে.........................?


কে পাই আমাকে ! এখনকার চেয়ে আর শতগুন
ভয়ংকর হতাম, সবাই আমাকে কুর্নিশ করত,
ব্যতিক্রম হলে জীবনের চাবি বন্ধ করে দিতাম।


শোন, আগুন্তক! তুমি যেই হও মনে রেখো
আমার কথা শেষ কথা, আমার চাওয়াই শেষ
চাওয়া ভুলেও বিশৃংখলা করতে যেও না!
আমি সব কিছু নজরে রাখি।