আমি আর আগের মত বিচলিত হই না
নিত্যদিনের খুন, ধর্ষণ, দুর্ঘটনা আর আত্মহত্যা
পত্রিকা আর টেলিভিশন খুললে হেড-লাইন খবর!


হৃদয় আমার শক্ত হয়ে গেছে মনে আর কষ্ট লাগে না
এখনকার সময়টা কেমন যেন ওয়ান টাইম হয়ে গেছে
একটা ঘটনা ঘটলেই খুব হইচই দু’দিন পর খবর নাই।


আমার ছোট বেলা থেকে দেখে আসছি এবং শুনেছি
সাংবাদিকের কলম চলে সত্য আর ন্যায়ের পক্ষে জাতির বিবেক
আধুনিকতার যুগে দৃশ্যপট কেমন যেন বদলে গেছে !


আধিপত্য, ক্ষমতা, অর্থ, সম্পদ পরিবারে সমাজে রাষ্ট্রে ঢুকে গেছে
ভোগ বাদী চিন্তার সমাহার নির্লজ্জ ভাবে প্রকাশ পাচ্ছে
বস্তুনিষ্ট আর সৎ সংবাদ মিথ্যার চক্রে পড়ে ঘুরপাক খাচ্ছে
অর্থের বিনিময়ে সংবাদ বদলে যায়, সত্য ঘটনা মিথ্যা হয়ে যায়।