শীতের সকাল মিষ্টি রোদ চাদর গায়ে বসে আছে কাকা বাবু
রাস্তার ধারে, রেল-লইনে, ফুটপাতে জীর্ণ-শীর্ণ শরীরে, ছেঁড়া
জামা-কাপড় পরে জড়াজড়ি করে শুয়ে আছে কত মানুষ
তাদের খোজ খবর নেয়ার কেউ নাই।
          মনোকষ্টে ঘুমোতে না পেরে গভীর রাতে ফুটপাতে দেখি
চার হাত-পা এক করে ছিন্নমুল মানুষ গুলো ঘুমানোর বৃথা চেষ্টায়
ভেস্তে………পাশে দেখি কুকুর আর মানুষ একে-অপরকে ধরে
ঘুমাচ্ছে। হায়রে নিয়তি …………!
           সমাজে বিত্তবানদের কোন কিছুর অভাব নাই, টাকা-পয়সা,
গাড়ী-বাড়ী জামা-কাপড়ের কিন্ত মনে অভাবের শেষ নাই, চোখের
সামনে চিন্নমুল মানুষ, গরীবের সমস্য ও অভাব মিটানোর সুযোগ  
থাকলেও করে না বরং তাদের অপ্লো যে টুকু সম্পদ থাকে, সে টুকু
কাপ-কায়দা করে নিজের দখলে নেয়।
          গরীব মানুষ গায়ে খাটে, পেটে খায়, বাঁচার জন্য জীবন পন
লড়াই করে, মধ্যবিত্ত সুবিধাবাদী নিজের লাভের সুযোগ খুজে, নের্তৃত্ব
দেয়ার বড় খায়েশ। বিত্তবানদের চোখের ইশারায় অন্যায় করে গোপনে,
সুবিধা লুটে বিত্তবানরা …………………।
          আধুনিক যুগে আইটির বিস্তার গ্র্যাস করছে বিশ্বব্যপি। অন্যায়
অত্যাচার, অনিয়ম এখন আর গোপন কিছু নয়, বীরদর্পে  প্রকাশ্যে,
ক্ষমতা আর পয়সার বিনিময়ে, আইন তাদের পকেটে, কে মরলো
কে বাঁচলো দেখার সময় কই?
           সমাজে যত বেশী আধুনিকতা ও সভ্যতা আসছে, ততো বেশী
মানুষের মনুষ্যত্ব, ভালবাসা, আবেগ ও স্বকীয়তা হারিয়ে যাচ্ছে। সব কিছু
যেন কৃত্তিমতা গ্র্যাস করছে । ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, খনার বচন
জীবন দীক্ষা সব কিছুই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।


আমরা কি বলতে পারি, আজ মানব সভ্যতার হাল কেন এমন ?


( বিঃদ্রঃ কবিতাটি গত ২০.০৮.২০২০ তারিখে লেখা।)