আলো আর আঁধারের মায়া জালে জড়িয়ে আছি আমি।
জীবনের প্রদ্বীপ প্রজ্জলিত শিখা আঁধার ভেদে আলো।
সভ্যতার অগ্নি-শিখায় দৃঢ় যে আমার মন! ভেঙ্গে পড়িনা
রাহুদের সামনে চিতিয়ে রাখি এই বুক।


দীপ্ত মনে মানে না কোন মানা, ভয় করে না কোন শাষনে।
মনের ললাটে অগ্নি স্ফুলিংগ ঝরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী
হই লৌহ কঠিন।


চলাচল করি আমি তপ্ত বালুচরে বিরামহীন চলা, পেয়েছি কাঁটার
মুকুট শত বাধা তবুও আমি মানি না কোন হার!


এ জীবনে, সভ্যতা বির্জিত কুলষিত সমাজ দেখেছি, দেখেছি
হিংসার লোলুপ দৃষ্টি, রক্ত পিপাসু তবুও ভেঙ্গে পড়েনি এ মন,
সমরপন করব জীবন, বিধাতার চরনে।