আকাশ পানে চেয়ে আছে বাংলার বেশীর ভাগ জনগন
ভবিষৎ এ আসবে সুদিন পেট ভরে খাবে সেদিন !
বেঁচে থাকার সংগ্রাম চলছে চলবে..............!


মধ্যসত্ত ভোগী যারা মোড়ল সেজেছে তারা
পুঁজি নাই তবে মুখটাই পুঁজি ।
সঙ্গে যুক্ত আছে সাপের খোলস লাগানো পুঁজিপতি !


আকাশ করেছে দখল,
ভুবনে গড়ে তুলেছে নরকের দরবার হল
বাংলার জনগন যাবেই বা কোথায় আপনারা বলতে পারেন ?


চিন্তায় চিন্তায় যাচ্ছে বেলা চলে,
অন্ধকার ঘনীভুত আলোর মুখ যায় না দেখা
জীবন যুদ্ধে ছুটে চলা পথের ধারে ওরাই প্রামানিক !


তবুও বেশীর ভাগ জনগন আশায় বুক বেঁধে আছে
আসবে সামনে সুদিন ততোদিনে অনেকে বিদায় নিবে ধরিত্রী থেকে
জেনেও জিঘাংসা নিয়ে বেঁচে আছে থাকবে ........!