তাপদাহ দুপুরে মাল বোঝাই ঠেলাগাড়ি
টেনে চলেছি পেটের দায়ে,
আকাশ ফাটা মাথার উপরে রোদ পিচের রাস্তার গরম গতর চুয়ে ঝরছে ঘাম
পেট তো আর তাপদাহ মানে না।!
ঠেরাগাড়ীর হাজিরা, রাস্তার খরচ, সহকারীর পাওনা
দিন শেষে আমার পাওনা আর খুঁজে পায় না
বাড়িতে খানে ওয়ালা সাত জন চোখে মুখে অন্ধকার
এ জ্বালায় যে জ্বলে মরছি নিত্য দিন!
বাবার সংসারে বহু স্বপ্ন দেখেছি চলে যাবার পর সব বন্ধ
আমি যে বড় গাধা সমস্ত দায়-দায়িত্ব আমার কাঁধে
না হলো লেখাপড়া না হলো ভাগ্যের উন্নতি শুধুই হতাশা
এখন আমি ঠেলা গাড়ীতেই ভাগ্য খুঁজে ফিরছি বার বার !
ফুট ফুটে বোন আমার লেখা পড়ায় মাথা ভাল
স্বপ্ন দেখে ছিলাম তাকে শিক্ষিত করে তুলব
বর্তমানে যে রোজগার জানি না সামনে কি অপেক্ষা করছে
আমি একা হলেও আমাকে জড়িয়ে আছে সাত জন ।
বিধাতা তুমি আমাকে পথ দেখাও.................!!