বউ আমার দেখতে কালো, নাক হলো চেপ্টা,
বড় দুইটি ছিদ্র তাতে, বাতাস যাতায়াতের রাস্তা ।
ডাগর ডাগর চোখ, পটল চেরা ঠোট !


কুঁকড়া কুঁকড়া চুল, কানে পরে দুল, মুখে থাকে
হাসি, সর্বদা ভালবাসি, কপাল হলো পুকুর ঘাট,
জোড়া ভ্রু চাঁদের হাট, গলায় আছে বিউটি বুন !


মাথার ঘনো কালো চুল, দুই পাশে ঝুলানো বেনী,
লাল ফিতার বিনুনী, কাঁধ পর্যন্ত লম্বা আমার, ভরা
বুক দেখনী, হাত জোড়া কলার কাঁদি, আংগুল
যেন সাগর কলা, নখ গুলো হাঁসের ঠোঁট, হাঁটলে  
মনে হয় পাতি হাঁস, কমর দুলে দিচ্ছে ডাক !


শাড়ী পরলে মানায় ভাল, মনের কিবা দোষ
রাগ উঠলে ভ্রু কুঁচকায়, চোখ দুটো হয় লাল
কাছে থাকলে হাত-পা ছোড়ে, মিটায় মনের ঝাল ।


সকল কাজে সিরিয়াস তিনি, অলস লোকজন
দেখতে নারি, ভালবাসার প্রকাশ ভঙ্গি কাঁচা মরিচের
ঝাল, সময় মত প্রকাশ পায়, বুঝবে তারা হাল ।


ভাল মাস্টার, ভাল গিন্নি, আমরা সকলে জানি
উচিৎ কথা বলতে ছাড়ে না, বড় কিংবা ছোট,
নিজ কষ্টের প্রকাশ নাই, চেহারা দেখে বুঝতে হয় !


খেলার সাথী, পড়ার সাথী, সাথী আমার বউ
বুঝতে আমার কষ্ট হয় না, কয় না কথা বউ ।