নদীর উপর নৌকা চলে
নৌকার উপর বিবেক,
যৌবনের উপর যৌবন উঠে
থীর হয়ে পড়ে জীবন।


রং বেরং’র চশমা পরে
সব কিছু দেখে রঙ্গিন,
ভাটির টানে নাও ভিড়েছে
মদন গেছে ছাড়ী ।


শুভ্র সাদায় কাউয়া বসেছে
উল্টো ডাঙ্গার মাঠে,
শকুনের দল ভীড় জমিয়েছে
ফাও খাওয়ারই তালে   !


আঙ্গুলের ব্যবহারে স্নায়ু জ্বলে
বিবেকের দরজায় ধুপ দিয়েছে,
পাপ হবেনা জেনে !


আন্দাজের কাজ আন্দাজ করে
সত্যের দেখা নাই !
চলো, সবাই মোরা প্রার্থনা করি
যার যার ধর্মে যা চা্য় !