আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি ঝরছে,
প্রেম ও ভালবাসায় মিশ্রিত বৃষ্টি !
বাতায়নে বসে একা ভাবনা গুলো যেন
নতুন করে মনের মাঝে মেতে উঠেছে।


মনের জানালায় ভিড় করছে হাজার স্মৃতি
ছেলে বেলায় নিজের মত করে এই বর্ষায়
হারিয়ে যেতাম, মায়ের শাষন, বড় আপার
চোখ রাঙ্গানী, মানেনি কোন বারন !


জানালার গ্লাসে বৃষ্টির বিন্দু জল ক্রিষ্টালের মত
চকচক করছে, আম গাছের ডালে বাবুই
আর কোকিলের খুঁনসুটি পাখা ঝাপটানো
দেখে নিজেকে ছোট বেলায় ফিরিয়ে নেয়া।


গুড় গুড় মেঘের গর্জন, কচু পাতা মাথায় দিয়ে
মল্লিক বাড়ীর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া
বিরামহীন বৃষ্টির মাঝে সকলে মিলে পাড়ার
মাঠে ফুটবল খেলায় মেতে উঠা, এমন
হাজার স্মৃতি কেন আমায় আজ কষ্ট দিচ্ছে !


হঠাৎ বিজলী চমকানো শব্দ আর বৃষ্টির ঝাপটা
যেন স্বপ্ন ভঙ্গ হয়ে গেল অবচেতন মনের
ভাবনার দ্বার রুদ্ধ হয়ে এলো।