মানুষ কখনো যদি বিপদে পড়ে ,..........
ভাগ্যকে দোষারোপ করে বা
কপালে ছিল তাই হয়েছে বলে নিজের সান্তনা খুঁজে


জীবনে যত বেশী বাধা আসবে,
ততো বেশী নতুন রাস্তার সন্ধান পাওয়া যাবে !
কপাল আর ভাগ্য কে দোষারোপ করে বসে থাকলে.......
ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হবে !


দৈহিক চাহিদার উদ্মাদনায় তুঙ্গে যখন তখন একজন
স্রেফ একটা কথা উচ্চারণ করে ভাল লাগছে না !
নিমিষেই সমস্ত চাহিদা অপর জনের স্থিমিত হয়ে যায়
অথবা হিংস্র জানোয়ারের মত ঝাঁপিয়ে পড়ে অপর দেহে !


স্বাধীনতার পথ রূদ্ধ হয়, পরাধীনতা ঘিরে ধরে
পেটের ক্ষুধা নিবারণের অনেক পথ খুঁজে পাওয়া যায়
কিন্ত ! যৌবিক ক্ষুধা নিবারণের পথ কোথায় !


জীবন থেকে যে সময় চলে যায় আর ফিরে আসে না
হয়ে যায় অতীত যন্ত্রনা কষ্ট রয়ে যায় অন্তরের মনি কোঠায়
পুঞ্জিভুত হয়ে বড় ধরণের বিপদ ঘটার পথ তৈরী করে ।