মনের অলিন্দে চলমান পারাপার
তুমি কি যাবে আমার সাথে দুঃখের রাজ বাড়ী
এ পথে আগে কখনো তুমি যাওনি !


রাজ বাড়ী পরিখা দিয়ে চারিদিকে বেষ্টনী করা
ভুতুড়ে বাড়ীর মত অন্ধকারে দুঃখের বসবাস
উত্তাল নৃত্যে মেতে থাকে দুঃখ আর বিরহ
নিজেরা গড়ে তুলেছে নিজস্ব বসতবাড়ি।


অপূর্ব কারু কাজ দ্বারা খচিত প্রাচীর তার
মনের মাধুরী দিয়ে গড়ে তুলেছে শহর
বিরহ আর দুঃখ জড়াজড়ি করে বসবাস।


মৃৎ-শিল্পের মত নিখুঁত তার কারুকাজ
যেন মানব সৃষ্টির সাথে সাথেই তাদের বসবাস
তোমার দেখার সৌভাগ্য ঘটেনি আগে!


আমি দেখেছি রমেলা,
               শুধু তোমায় ভালবাসি বলে!