খুকু মনি দুষ্টু মনি কথা শুনে না,
দুপুর বেলায় ঘুমোতে বললে ঘুম আসে না।
হাতি খেলবে ঘোড়া খেলবে পড়তে বসবে না,
পড়ার কথা শুনলে পরে হাজার রকম বায়না ধরে।
পিসু করার নাম করে ওয়াশ রুমে খেলা করে,
সবার ছোট্ট খুকু মনি আদর পায় সকলের জানি,


দাদা-দাদির চোখের মনি আমাদের খুকু মনি
অতি-আদরে খুকু মনি বাদর হয়েছে,
কেউ তাকে ধমক দিলে বাবার কাছে নালিশ করে
অভিনয়ে পাকা বলে মায়া কান্না ভাল জানে
হুম ওয়ার্ক করতে বললে টাল বাহানা সবই চলে।


আত্মীয়-স্বজন বাড়ীতে এলে লেখাপড়া শিকায় তোলে
মায়ের কথা কানে গেলে পড়ালেখার ভান করে,
মায়ের মনে স্বপ্নের আশা খুকু মনি পাইলট হবে  
আকাশ পানে উড়বে সে মনের খায়েশ-এ।


হুম ওয়ার্ক করে তখন মা পাশে বসে যখন,
পড়ালেখায় খুবই ভাল পড়ে শুধু অল্প অল্প,
চঞ্চল চিত্তের খুকু মনি পড়ার সময় গড়িমসি।
খেলার চিন্তা মাথায় এলে পড়ালেখা দুরে ঠ্যালে।