কদম গাছে কোকিল বসে, বাবলা গাছে টিয়া,
বট গাছে বাদুড় ঝুলে ওল্টা মুখী হইয়া।
কৃঞ্চচুড়ায়  আগুন লেগেছে, শিমুল ফুলে সিঁদুর,
পলাশ গাছে ফুল ফুটেছে বসন্তের আগমন।


ঝিংগে ফুল মাচায় ফুটে, মিষ্টি কুমড়া জমিনে, পুকুর
ভরা কোচুরী পানা ফুলে ফুলে গগনে, সন্ধ্যা বেলা
মালতী ফুটে, হাসনা ফুলের সুবাশ, বাগান বিলাশে
গন্ধ নাই, বকুল তলায় গন্ধ বিলায়।


গাদা ফুলে বাগান ভরা, গোলাপ দেয় উঁকি, ড়ালিয়া
বলে আমি কম কিসে, তোমার জন্য আশি। মনের
ফুলে ঢেউ লেগেছে ভালবাসার রং’এ। বসন্ত আমার
তুঙ্গে এখন, সঙ্গে আছ তুমি।


সারাদিন ভেলায় ভাসি মনের অলি-গলি, একটু যদি
দেও ভরসা ভালবাসার কথা বলি!