র্দু-ঘটনা এখন নিত্য-নৈতিক ঘটনা
পরিবারে, সমাজে, রাস্তাঘাটে কোন
নোটিশ ছাড়াই ঘটে যায়।


গন্তব্যে যাওয়ার উদ্যেশে পথ চলে
পথিক, প্রতিযোগীতায় রত যানবাহন
হঠাৎ করে পথিকের উপর উঠে গাড়ী
সাঙ্গ হলো জীবন প্রদ্বিপ!


গাড়ী রেখে চম্পোট, খুঁজে পাওয়া গেল
না, তবুও সে বেঁচে আছে! কিন্ত পথিকের
অষাঢ় দেহ পড়ে আছে পিচ ঢালা পথে!


আবেগী জনগন গাড়ী ভাংচুর করে,
সুবিধাবাদীরা সুবিধা নেয়, যে মানুষটি
চলে গেলো, তার পরিবার কি ভাবে
চলবে, কেউ খোঁজ রাখে না।


ঘাতকের কোন বিচার হয়না দু’চার দিন
হৈচৈ তাঁর পর আর কেউ খবর রাখেনা,
মৃত পথিকের সন্তান, যুবতী স্ত্রী, মা বাবা
পরিবারের অন্ধকার কাটাবে কে!
আদও কেউ জানে না ?