সমাজে এক শ্রেণীর মানুষ আছে তাদের চরিত্র,
অন্য লোকের ভাল দেখতে পারে না।
মজার বিষয় তাদের সংসারে তারা কখনই সুখি
নয়, কিন্ত সুখির ভ্যান করে ?


ধন্যবাদ দিতে চাই তাদের ওদের জন্য অন্যরা
ভালকাজ করতে জেদ ও উৎসাহিত হয়। দিন
শেষে ভাল কাজের মুল্যায়ন করা সহজ হয়।


কখনো কখনো নেগেটিভ মানুষ গুলোর জন্য
ভাল কিছুর সৃষ্টি হয়, সমাজ উপকৃত হয়, জনগন
প্রাণ খুলে হাসে আর বাঁচার তাগিদ অনুভব করে।


স্বাধীনতা যুদ্ধে এদেশের নেগেটিভ মানুষগুলো
বাংলার ঐতিহ্যকে নিষচিহ্ন করতে চেয়েছিল,
বাংলার জনগন তা হতে দেয়নি, দেশ স্বাধীন  
করেছে বুকের তাজা রক্ত ঢেলে ।


অদ্ভুত! নেগেটিভ মানুষ গুলোই আজ বাংলার
মাটিতে কৌশলে আর্থিক ভাবে প্রতিষ্টিত।
গিরগিটির মত রং বদলায়ে হয়েছে দেশ-প্রেমিক।