কত রাত ঘুমোতে পারিনি আমি
তোমার কথা ভেবে ভেবে .......
বিভর কি যেন অজানা টানে
ভ্রমর নাচে ঐ বসন্ত এসে গেছে !


প্রকৃতির সাথে যৌবনের মেলু বন্ধন
ছুটে আসে বসন্তের ভেলা
মন মানে না তবুও করে খেলা
যৌবন রসে ভিড়ায় তরী
এ ঘাটে অন্য ঘাটে ।


ষড় ঋতুতে প্রকৃতির মালা
ঋতুর গর্ভে ঋতুর খেলা
প্রেমানলে বসন্ত কালা ।


দিনের বেলায় সূর্য রশ্মি
রাতে বেলায় শিশির মেলা
ভালবাসায় অন্তর জ্বালা
দেহ পুড়ে হয় যে কালা।