কৈশর আর যৌবনের মাঝে প্রেম এসেছিল নিরবে,
দিন তারিখ ক্ষণ মনে নেই, তবে স্মৃতি এখন সজিব!


আজ ভীষন মনে পড়ছে, সেই প্রথম দিনের স্মৃতি,
নিজেকে মাঝে মাঝে পাগল পাগল লাগে, কোন কাজে
মন বসেনা, সারাক্ষণ যন্ত্রনা আর না দেখার আর্তনাদ  
হৃদয়ে বাজে!


দেশের এপ্রান্ত থেকে অন্য প্রান্ত, অনেক খুঁজেছি মনে মনে,
কোথাও তার দেখা মেলেনি ! কিন্ত কি এক অদ্ভুত অনুভুতি,
মনের সাগরে আজ ও জীবিত!


জীবনের এত বছর পরেও, আজ ও ভুলতে পারিনি,
আলো-আঁধারীতে আবছা দেখা চেহারা, হরিণী চোখের চাহনী,
উচ্ছল হাসি, বুকের অলিন্দে কেমন যেন মোচড় দিয়ে উঠে ।


ভালবাসা বুঝি এমনি, হৃদয়কে কষ্ট দেয়, আনমনা করে,
তুষের আগুন বুকে ধিকি ধিকি জ্বলে, কোন তরল
পদার্থে নিভে না।