হাঁসুয়া গাড়ীর বিলের জল গলায় গলায় ভরা,
বিলের ভিতর রাস্তা যেন মানচিত্র আঁকা !
জলের উপর ফুলের ডালি কোচুরী পানায় ভরা,
ঢেউর তালে নৃত্য করে মন মানে না মানা, যেন
দাঁড়িয়ে থাকতে মানা ।


ছোট ননদীর খ্যাপাটে মন নব বধু চিন্তায় ক্ষুন
তাপ দাহে জীবন মরন ভাদ্র মাসের বিষ্টা গরম,
নায়রে চলেছে নব বধু নৌকা ছুটেছে আপন গাঁয়
হাল ধরেছে নৌকার মাঝি জল করছে ছলাত ছল !


পাল তোলা নৌকার সারী বাতাস করে ছল-চাতুরী,
আলো-আঁধারীর ঘনঘটা পুব আকাশে মেঘের ছটা
বৈঠার টানে নৌকা দোলে হাওয়া দোলে নৌকার পাল
মাঝি মাল্লা বুদ্ধি আঁটে বাতাস মুখে বৈঠার টান।


খেলার ছলে বড় হলাম প্রাণের বন্ধুরে ধোকা দিলাম,
অস্তর জ্বালায় জ্বলছি আমি বন্ধু বিহনে।
বিয়ের পরে শ্বশুর বাড়ী বন্ধুর সেবা করতে নারী,
দু’নয়নে বন্ধুর দ্যাখা অন্তর জুড়ায় বাড়ায় জ্বালা
বন্ধু আমার ভাল থাকলে সুখি হবো আমি।


নব বধুর কল্পনা মনে মন ছুটে যায় বাপের বাড়ী,
নৌকা যখন ঘাটে ভিড়বে বান্ধবীরা ছুটে আসবে  
দৌড়ে যাবে তাদের মাঝে হিজল তলীর বাটে,
মনের সুখে কইবে কথা বান্ধবীদের সাথে ।