আজকাল হামেশায় গো-হাটে মানুষ বিক্রি হয়
একি ! দরদাম করতে দেখি বড় এক ষাড় !
মনিবের মেকি আদরে আপ্লুত হয়,
না ডাকলেও মনিবের পিছে পিছে যায়।


প্রাগ-ঐতিহাসিক যুগ ফিরে আসছে............।
ইন্টানেটে দেখা যায় ! জন্মের ড্রেসে সাজে তারা !
জামা কাপড় শরীরে নাই ।


কালে কালে যুগে যুগে ইতিহাস কয়
সভ্যতার বিকাশ ঘটেছে বিবর্তনের ধারায়
অসভ্যতায় বিলীন হচ্ছে সভ্যতা হায় ।


ভাল ছেড়ে খারাপের দিকে মানব গোষ্টি ধায়
গাছ পালা দাঁড়িয়ে থাকে যার যার জায়গায়,
মোবাইলের কল্যানে মানুষের অবস্থাও তাই !