কেন এই অল্প সময়ের জন্য এলে
এলেই যদি কেন একা ফেলে গেলে
তুমি ছিলে প্রেমের সঙ্গা ছিল আমার
শেষ বিদায়ে শেষ দেখা অন্তরদহন।


তুমি বিহনে কে বুঝবে আমার প্রেম
কে বুঝবে ভালবাসা, কে করবে খুঁনসুটি
চুষে নিয়ে গেলে ছিল যতটুকু বাকী
তুষের আগুনে রেখে গেলে তুমি !


তুমি (ঐন্দ্রিলা) চলে গেলে হাসতে হাসতে
অজানার পথ পাড়ি দিতে.................!
স্মৃতির বোঝা চাপিয়ে গেলে কাঁধে
বয়ে নিয়ে বেড়াব আমৃত্যু আমি.................!!


ঘোর অন্ধকারে তুমি ছিলে প্রজ্জলিত মোমবাতি
নিজে পুড়ে জল হলে জ্বালা দিলে তুমি
বেডে শুয়ে তুমি অচেতন আমি ছিলাম সচেতন
হাসপাতালে, ধরে রাখতে পারিনি ব্যর্থ প্রেমিক আমি !


(উৎসর্গ সব্যসাচী ও ঐন্দ্রিলাকে)