বৈশাখ মাস পদ্মার বুকে চ্যাল চেলিয়ে  চলছে নৌকো
ইঞ্জিনের শব্দ, পরাপারের যাত্রী, নৌকো ধাবিত সামনে  
পিছনে জলের ঢেউ, পড়ন্ত বিকেল, রৌদ্রের প্রখোরতা
কমে এসেছে, আবহাওয়াই কিছুটিা স্বস্থ্যি।


ঈদের লম্বা ছুটি, সবাই ছুটছে যার যার গন্তব্যে বিভিন্ন পথ
ধরে! উদ্দেশ্য একটাই পরম শান্তির জায়গা পরিবার, কেউ
মনে করে পরিবার তার কাছে স্বর্গ, আবার কেউ মনে করে
নরক । সেই বাগানের মালি ঘাটতি হলেই নরক।


নদীর জল আমায় প্রশ্ন করে, তুমি কে, জলের ঢেউ প্রশ্ন
করে  তুমি কার ! বাতাস তখন মুচকি হাসে: পরিচর্চায় ঘাটতি
হলে ভেসে যাবে দরিয়াই। আকাশে ঘুডি উড়ে মনকে রাঙ্গিয়ে,
ছিড়ে গেলে সুতা ভেঙ্গে যাবে সকল আশা ভরসা।


নৌকায় ঝুলে আমার জীবন, কিনার ভিড়ে ঘন্টা পর ছুটে চলে
বালু চরে, তপ্ত বালু আলিঙ্গন করে জীবন বাসনা, ধুলি ঝড়
জড়িয়ে ধরে আমায়, জীবনের অসমতল পথ চলন্ত ঘড়ি !


দমের আঁধার, দমের আলো, তেল ফুরালে সবই কালো।