অলি বার বার ফিরে আসে কিন্ত আমার অলি
ভোরের আকাশে সদ্য ফোঁটা ফুলে ফুলে উড়ে,
মধু আহরনের তরে, ফুলের সুবাশ চারিদিকে
মৌ মৌ গন্ধ বিলিয়ে !


গোপনে হঠাৎ চুম্বন ঠোঁটে, শিহরিত মোর দেহ
বসন্তের টানে। কম্পোমান দেহাঙ্গে নদীর জলের
ধারার মত বহমান, প্লাবিত হৃদয় নাহি মনে ভয়,
ভাসাবো আমি ভালবাসার ফাগুনে !


স্বপ্নে বিচরন, স্বপ্নে চাওযা, কখনো কি হবে বাস্তবে,
বাস্তবে পাওয়া ! কল্পোনার রাজ্যে রাজা আমি রাণী
বিহনে ! মনের চাওয়াই বাঁধ ভেঙ্গেছে অপেক্ষার মধুর
মিলনে, জানি না আজও ভালবাসার কি মানে !