এখন ও মনের অনেক জানালা আছে, কোন দিন ও
খেলা হয়নি, খোলার জন্য কোন চেষ্টা করা হয়নি!


মনের পরতে পরতে ময়লার আস্তর জমে আছে,
ব্যাকুলতা থামেনি এতটুকু! খোলার চেষ্টা চলছে
নিরবোধী।


জানালার পাল্লা খুলল্লে হয়ত আশ্চার্য হবে, ফুলের
সুবাশ ছড়িয়ে যেতে পারে চারিদিকে! এমন ও হতে
পারে তুমি আপ্লুত হতে পার।


জানালার ওপার থেকে কবিতা, সাহিত্য, প্রবন্ধ, ছোট
গল্প ইত্যাদি উঁকি দিয়ে ডাকছে তোমায় ! তুমি হয়ত
ডুবে যেত পার যে কোন টায়।


আবার জানালার ওপার থেকে মানব সভ্যতা তোমাকে
হাত ছানি দিয়ে যেতে পারে অথবা নতুন সভ্যতার
নির্দশন দেখাতে পারে।


বন্ধ জানালায় আমি কান পেতে রই, কখন জানালা খুলবে
অজানার কাব্য আমায় নিয়ে যাবে তার সীমানায়।