আরশীতে মুখ দেখতে দেখতে ভাবছে গোপাল
বাস্তবটা কি এত স্বচ্ছ!
হৃদয়ের ভিতর ঢেউ খেলে যায় নদীর মতন
কিনারায় দাঁড়িয়ে আড় চোখে দেখা প্রতিচ্ছবি
কাঁপা কাঁপা ঢেউ’র লুকোচুরি, বেদনার রং
মহলে আঁকি উঁকি করি।


যান্ত্রিক সভ্যতা ধরে আছে মানব রুপী দানব
হৃদয়ের ক্ষরণ থেকে মুক্তি চাই !
সারারাত দেহ তরী গোপন অভিসারে
পুর্নিমার রাতে ভরা জোৎন্সায় কেবলী  
খুঁজে ফিরি তোমায়.......................।