জীবনের চাকা ঘুরে চলে নিরবোধী...............।।
সকলের জীবনে আসে না সোনালী সকাল, কারো কারো
জীবনে আসে ঘোর অন্ধকার, বুকের ভিতর চাপা আর্তনাদ
কষ্ট থাকে বেশী।


ষোড়শী নারীর স্ব-হাস্য উজ্জল মুখ খানী, কালো অন্ধকার
খেলা করে যৌতুক নামক অভিশাপে, নর-পিচাষের ন্যায়
কাছের লোকের আঘাৎ নিত্য সঙ্গী, তুষের আঙ্গুনে পুড়ে
মরে অন্তর খানি।


বাবা-মায়ের ঘরে কতনা আদরে ছিল সে ভাবে একাকী বসে,
বিয়ে নামক জেল খানার কয়েদী, দিন যায় রাত আসে আসেনা
সুখের বাতাস! ল্যাঞ্চনা আর গঞ্জনার মাঝে খুঁজে ফিরে
ভালবাসার আদর খানি।


মেঘের চাদরে ঢেকে গেছে মুখ, নিথর দেহ, ফিরবেনা আর
কোলাহল জীবনে, থাকবে স্মৃতি পটে যৌতুকের দাবী না মিটিয়ে
শ্বশুরালয়ে, মৃত দেহ বাটে পাষন্ড স্বামী বাঁচতে দেয়নি পরিবারের
সকলে মিলে।


ধীক ধীক পাষন্ড স্বামী ও তার পরিবার কে তাদেরও ঘরে আছে
ষোড়শী নারী, বুঝবে আর কবে ?