অভাবে আমার স্বভাব নষ্ট হলো
স্বভাবে ছিল না আগে,
অন্ধকারে বুঝলাম সে দিন
কাছের লোকের চরিত্র খারাপ !


বলব মাকে ভাবছি বসে একা,
একি ! মা কেন লুকিয়ে চাচার বুকে
স্বতীর দেহে অস্বতীর বসবাস,
কয়লাকে কেন দোষারোপ করি।


পর্দার ভিতর আড়াল করেছি দেহ
যৌবন ক্ষুধা কি আড়াল মেনে লয়,
সাদা কাপড়ে ঝোপ ঝোপ রক্তের দাগ
রক্তের ধারা কি বৃথা যায়!!