দেখতে গিয়েছিলাম কাঁকড়ার বিল, দেখে অবাক হলাম!
এতো ধান ক্ষেত বিল কোথায়, লোক মুথে শোনা এক
সময় চারিদিকে পানি থৈই থৈই করত, শীতকালে সাত
গ্রামের মানুষ পলো, চাভি-জাল, ফাঁস জাল নিয়ে আসতো
প্রতিযোগীতা করে মাছ ধরতে, সব ধরনের মাছ রুই,
কাতল, বোয়াল,গজাড়সহ নানা প্রকারের সু-স্বাদু মাছ।
এখন এটা স্বপ্ন।


সেচের জন্য বিলের বুকে ডিপ-টিউবয়েল বসেছে, বর্ষার পানি
আর কৃষকরা পায় না, সময় বদলেছে, দিন বদলেছে, বদলেছে
পরিবেশ, প্রযুক্তি মানুষ কে আষ্টে পৃষ্টে ঘিরে ধরেছে,মানুষের
জীবনে ভালবাসা, প্রেম, আবেগ হারিয়ে যেতে বসেছে, পুরানো
জোতদারের নতুন উম্মেষ ঘটেছে, ভোগের লালসার জিভ
উদ্মাদনায় মত্ত, সভতা ধুলোন্ঠিত, বিপন্ন মানবতা, কিন্ত মনুষত্ব্য
এখনো হয়নি শেষ।


দিন যায় রাত আসে, সভ্যতা গেছে বনোবাসে, ফিরিয়ে আনবে
নতুন প্রজন্ম বিশ্বাস আছে মনে! তবুও শংকিত হই পারবে তো ?