মানুষ মারে নির্বিচারে ভয় ডর নাই
বাঁচার অধিকার ধ্বংস করে দেশ বদলায়,
স্বাধীনতার পুর্ব শর্ত মনের কথা বলা
পাকিস্তানীরা ধ্বংসে মত্ত এই বাংলা।


২৫ মার্চ’৭১ ইতিহাসের পৃষ্ঠা কালো
ইয়াহিয়া আর ভুট্ট্রোরা দাঁতের যত্ন নিলো!
নির্বিচারে মানুষ মারে রাতের অন্ধকারে
গনহত্যা করে তারা গনতন্ত্র রক্ষা করে ।


নয় মাসের যুদ্ধ শেষে বাংলা হলো স্বাধীন
ত্রিরিশ লক্ষ শহীদের রক্তে বাংলা হলো নীল
দুই লক্ষ মা-বোনের ইজ্জত হলো বিলীন!


লাল সবুজের পতাকা আমার এমনি আসেনি
ঘরে,এখন ও রাজাকারের দোষরা আছে
বাংলার ঘরে, ক্ষনে ক্ষনে রং বদলায়
পাকিস্তানের তরে।