জন্মের পরে চলছে জীবন
প্রজাপতির দুই ডানা,
খেলাঘরের খেলোয়াড় আমি
নাই তো পথ জানা।  


স্বপ্ন দেখে সকাল বিকাল
বয়স যখন ছোট,
বড় হয়ে স্বপ্ন ভাঙ্গে
জীবন হয়ে যায় ছোট ।


জীবন মৃত্যুর মধ্য খানে
ছুটছে তোমার জীবন
ঘড়ির কাঁটা বন্ধ হলে
থমকে যাবে জীবন।


এই জীবনের যত চাওয়া
মিলবে খেলাঘরে,
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত
থাকবে সুখে দুঃখে ।


সময়ের কাজ ফেলে রেখে
করবে আগামীকাল
কেমন করে বুঝবে তুমি
সুখের হাবে কাল।