খোকন সোনা বায়না ধরে দুবলহাটির মেলায় যাবে,
মায়ের সাথে খোকন সোনা বুদ্ধি করে বোকা বোকা।


হাতি কিনবে, ঘোড়া কিনবে, কিনবে বাঁশের বাঁশি,
মনের সুখে বাজাবে বাঁশি হিজল তলায় বসি।


বাবার সাথে খোকন সোনা আড়ি পেতে বসে
মেলায় যদি না নিয়ে যায় খাবার খাবে না সে !
বাবার হলো মহাচিন্তা আড়ি ভাঙ্গাবে কেমনে !


খোকন সোনা নাছোড় বান্দা, মেলা ছাড়া খাবার খাবে না
বাবা যখন রাজি হলো, বাবার গালে চুমু দিল।


বাবার কথা শুনে খোকান সোনা খাবার খেতে বসে,
মেলায় যাওয়ার আনন্দে খোকন তা-ধিন তা-ধিন নাচে।