বিবেকের তাড়নায় আমি মানুষ হয়েছি ! ভাবছেন
বিবেক কি ? এটাই তো মুশকিল !
আপনাদের বুঝায় কি করে.................?


রাস্তায় য়াতায়াতের পথে মানুষের মত অনেক
কে দেখি ! সকলে কি মানুষ ?
দিনের বেলায় আমরা যাদের মানুষ বলে চিনি
তারাই রাতের অন্ধকারে অন্য অচেনা মানুষ।


পরিবারে, সমাজে, রাষ্ট্রে এদের সর্বদা বিচরন
খালি চোখে দেখে বুঝা বড় মুশকিল ! ওরা
বহুরুপী, অন্তরমুখী, তাদের আচরন হায়ানাদের
মতন, পাগলা কুকুরের মত তাদের জিঘাংসা,
কিন্ত দিনের আলোতে !


আমার বোন, আমার মা, ধর্ষিত হচ্ছে, চিৎকার
করে সাহায্য চাচ্ছে কিন্ত পশুর দল কানে শোনে
না, ঝাঁপিয়ে পড়ে নারীর দেহে ক্ষত-বিক্ষত করে
ফেলে দেহ, ধর্ষিতার কথা কেউ শুনে না, তারাই
উৎসুক দৃষ্টিতে দেখে।


বিবেক আমায় দংশিত করে, হৃদয় আমার ক্ষত-
বিক্ষত হয়। আমি মানুষ হয়ে ওদের জন্য কিছু
করতে পারি না, ওদের হাত অনেক লম্বা, হাতে
হাত মিলিয়ে রাখে। ওরা সমাজে ভদ্রলোক !
কষ্ট টা আমার ঠিক ঐ জায়গায়।