চন্দ্রগ্রহন ধীরে ধীরে রাতের চাঁদকে গ্রাস করে, তেমনি
জীবন থেকে সময়ের বিবর্তনে যৌবনকে গ্রাস করে,
কখনই ফিরে আসেনা।


বসন্ত ঋতুতে প্রজাপতি উড়ে, মৌমাছিরা গুনগুন করে
ভালবাসার টানে, রাণী ঘিরে বসত তাদের সেথাই বড় সুখ,
ভালবাসায় ঘাটতি হলে ছেড়ে যায় সুখ।


চৈত্র মাসে তাপদাহ জীবন ওষ্টাগত, শিমুল ফুল ঝরে পড়ে,
পলাশ ঝরে ততো, ভালবাসা আনাগোনা বাসন্তী রং মনে,
প্রকৃতি যেন থাকতে দেয় না গোড়ায় দেয় হানা।


দেশ স্বাধীনের ইতিহাস পড়লে নিজের প্রতি হয় অভিমান!
একটু যদি বড় হতাম যুদ্ধে যেতাম সাথে, শক্রর সাথে যুদ্ধ
করতাম মুক্তিযোদ্ধা হতে।


বঙ্গবন্ধুর ভাষনে রক্ত করে টগবগ,আমৃত্যু যুদ্ধ করব,
দেশকে করব নিরাপদ।