মনের আকাংখা ও চাওয়া-পাওয়া অনেক,
পৃথিবীটা যদি সবুজ গাছ-পালায় ঘেরা হতো,
পৃথিবীর সর্বত্রই যদি সুখ-শান্তি বিরাজ করত,
সমস্ত বৈষম্য পৃথিবী থেকে বিদায় নিতো,
সমাজের সকল মানুষের স্বপ্ন পুরন হতো,
সবার নিজস্ব ঘর-বাড়ী, খাওয়ার নিশ্চয়তা থাকত,
আকাশে বোমারু বিমান না উড়ে পাখিরা উড়ত,
অন্যায় ভাবে মানুষ মেরে রাস্তায় পড়ে না থাকত।
কখনো কি ! এই আকাংখা গুলো পুরন হাবার নয় ?