আমি আর তুমি নদীর এপার ওপার বসে আছি!
চোখে চোখে চোখ রাখি, হাতে হাত রাখি নাই,
তবুও কেন! বুকের ভিতর এত ঝড় বইছে!


নিজের অজান্তে তোমাকে কিছু বলতে ইচ্ছে করছে,
তোমারও কি আমার মত ইচ্ছে করছে! ভয় হয় মনে,
যদি সে আমার কথায় উত্তর না দেয়।


তবুও কেন বার বার তার কাছে যেতে ইচ্ছে করছে,
ইচ্ছে করছে পাশাপাশি বসতে, চোখে চোখ রাখতে,
আর মনের কথা গুলো এক নিঃশ্বাসে বলতে।


মন ফাগুন উড়ু উড়ু, করছে, বসন্ত এসেছে কাছে
লাল পলাশে আগুন চৈত্রী মাসের দ্রোহে, ক্লান্ত পথিক
মেঠো পথে হাটছে আর নিজের মত করে ভাবছে!