মনটা আমার যখন ভাল থাকে না, তখন একটা
মনের মানুষ খুঁজি কথা বলার জন্য !
মানুষটাকে হতে হবে সজনা গাছের মতন যেন
পরিবেশ বান্ধব হয়।


মানুষটাকে হতে হবে, নীল আকাশের মত যেন তার হৃদয়টা  
সকল দুঃখ কষ্ট চাইলেই ভুলিয়ে দিতে পারে ! আবার
হৃদয়টা হতে হবে সমুদ্রের মত বিশাল, যেন সেই বুকে
মাথা রেখে নিশ্চিন্ত হতে পারি।


মানুষ টাকে হতে হবে বলাকার মতন যেন পাখা মেলে
নীল আকাশে যখন তখন উড়ে বেড়াতে পারি। সবুজ ঘেরা বিশাল
মাঠ হতে হবে যেন সাত রংএর রংধুনুর মত লেপ্টে থাকতে পারি।
মনটা হতে হবে পাহাড়ার সম দুঃখ বেদনা আমাকে স্পর্শ করতে না পারে,
আবার পাহাড়ী ঝর্ণা ধারার মত প্রেম ভালবাসা প্রবাহিত হয়।


বিধাতা বহুবছর ধরে খুঁজে ফিরছি কিন্ত এখনো খুঁজে পায়নি,
জানি না মৃত্যুর পুর্বে খুঁজে পাব কি-না। এই ধরিত্রীর অন্ধকার
ঘরে বসে আছি আর তীর্থের কাকের মত পথ চেয়ে আছি!


যাকে আমি খুঁজছি মনটা যেন গভীর ভালবাসে আমাকে হৃদয়ের কুঠোরে
বন্ধ জানালা ভেদে আলো প্রবেশ করাতে পারে !
নতুন করে বাঁচার সাহস যোগায়! আ-মৃত্যু সাথে জড়িয়ে থাকে।