আমি এখন আমার মধ্যে নেই,
কোথায় গেল মন আমার, দুর-বহুদুর !
আমি খুজি, এদিক সেদিক, নদী-নালা,
খাল বিল, পাহাড়, বন জঙ্গল-এ  
কোথায় তুমি ভাই !  


আমার সোনা, চাঁদের কণা,
আমায় তুমি ফেলে যেওনা,
কোথাও যদি পাও, দু-হাত ধরে,
আমায় নিয়ে যাও।


সবুজ পতাকার লাল দেশ,
রক্ত জবা লাগছে বেশ—
দেশের ভুমি সমতল, একটু আছে
পাহাড়, সমুদ্র আর নদীতে ভরা,
মন আমার পাগল পারা।


পৃথিবীর মানচিত্রে খুজে পাওয়া মুশকিল।
পাবে যখন ! দেখবে তখন ঐতিহ্য আর
ইতিহাসে ভরা। মার্তৃস্নেহ ভুলা যায় না।
সোনার বাংলা, সোনার দেশ, সে আমার
স্বাধীন বাংলা বাংলাদেশ।